ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর মজিবনগর স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ
সোহাগ মন্ডল, এম চোখ ডট কম, মুজিবনগর:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ঐতিহাসিক মুজিবনগরের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন । গাংনীর সাহেবরগর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার বিকেলে তিনি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
এর আগে ডেপুটি স্পিকার স্বাধীনতার শপথ ভূমি মুজিবনগরে পৌঁছুলে তাঁকে ফুল দিয়ে অর্ভ্যর্থনা জানান মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
পুষ্পমাল্য অর্পণের সময় ডেপুটি স্পিকারের সাথে আরও উপস্থিত ছিলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর ২ আপনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম , মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু, সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিউর রহমান মতিন, যুগ্ন আহবায়ক আয়ুব হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তোকলিমা খাতুন , কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, সম্পাদক মানিক, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মহাসেন আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।পরে তিঁনি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ঘুরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
আরও পড়ুন : বাণিজ্য নয়, কাঁচামরিচের দাম বাড়ার বিষয়টি জানে কৃষি মন্ত্রণালয় চামড়া কিনে তা ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা