তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচতে গাংনীতে প্রস্ফুটন এর বৃক্ষ রোপণ
এম চোখ ডট কম, গাংনী:
তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা এবং বাসযোগ্য পরিবেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হচ্ছে। এর অংশ হিসেবে জেলার হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে প্রস্ফুটন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
একইসাথে সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টি ও নেতৃত্ব বিকাশে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার পী্তম সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হাসান, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, আয়োজক সংগঠনের উপদেষ্টা সালমান সাইফ ও দেলোয়ার জাহান মিঠু।
অনুষ্ঠানে ৩০০ ছাত্রছাত্রীর হাতে দুটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা তাদের বসতবাড়ির আঙ্গিণায় এ গাছের চারা রোপণ ও পরিচর্যা করে বড় করে তুলবে বলে প্রতিশ্রুতি প্রকাশ করে।
কর্মশালা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জীবন গড়ার বিষয়ে পরামর্শমূলক বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মিফতাহুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন প্রস্ফুটন বৃক্ষরোপণ কর্মসূচি ও স্কুল প্রোগ্রাম ২০২৪ আহ্বায়ক সদস্য সাহান উল্লাহ, মিফতাহুল ইসলাম, মাকসুদুল আজম বাঁধন।
অনুষ্ঠানে প্রস্ফুটনের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীরা, স্কুল শিক্ষার্থীদের মাঝে জ্ঞান এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে।
প্রসঙ্গত, ‘শিক্ষা ও ঐক্যে আনি আঞ্চলিক মুক্তি’ স্লোগানকে ধারণ করে ২০১৩ সালে প্রস্ফুটন আত্মপ্রকাশ করে৷ নৈতিকতা, মানবিকতা ও ব্যক্তি সচেতনতার দৃঢ় অবস্থানের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রতিপাদ্য নিয়ে প্রস্ফুটন বাস্তবায়ন করছে নানা প্রকার সমাজ উন্নয়নমূলক কর্মসুচী।
তীব্র তাপ প্রবাহের কারণে প্রস্ফুটন এই বৃক্ষরোপণ কর্মসূচি ও স্কুল কর্মশালা শুরু করেছে ।এ বছর প্রস্ফুটন প্রায় ৫ হাজারের বেশি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছগুলো পর্যায়ক্রমে বিতরণ করছে।
উল্লেখ্য, প্রস্ফুটন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক এবং অলাভজনক শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ। ২০১৩ খ্রিস্টাব্দ হতে কল্যাণমূলক এই সংঘটি সফলতা ও সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।