দখলদার ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে মুক্তিকামী ফিলিস্তিনের প্রতি গাংনীতে সংহতি সমাবেশ
এম চোখ ডট কম, গাংনী:
দখলদার ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে মুক্তিকামী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মেহেরপুরের গাংনীতে সংহতি সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে। আজ বুধবার সকালে এ সংসহিত সমাবেশে অংশ গ্রহণ করেন মাদ্রসা ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা।
আজ বুধবার সকালে গাংনী মডেল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রা থেকে নিরিহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিশে^র সকল মুসলিমদেরক একাত্ব হওয়ার দাবি জানানো হয়। একই সাথে বিশ^ব্যাপী ইসরইলি পণ্য বর্র্জনের মাধ্যমে প্রতিবাদে অংশ নেওয়ার আহবান জানানো হয় এই সংহতি সমাবেশ থেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী মডেল মাদ্রাসা অধ্যক্ষ মিজানুর রহমান, মাদ্রসা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান সাইদ সরোয়ার, পরিচালনা পর্যদ সদস্য ডাঃ আল ইমরান সরকার, নাজমুল হুসাইন খান, সদস্য মনিরুল ইসলাম ও উপাধ্যক্ষ ইয়াকুব আলী।