এম চোখ ডটকম,গাংনী: বিএনপির কেন্দ্র ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিট প্রধানগণ এ যৌথ সভায় অংশ গ্রহন করেন।
গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ সোমবার দুপুরে আয়োজিত এ কর্মী সমাবেশে সভপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সঞ্চালনায় দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, আমিরুল ইসলাম প্রমুখ। বক্তব্যে বিভিন্ন ইউনিট প্রধানগণ দলের পুনর্গঠন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।