এম চোখ ডটকম, মুজিবনগর:: মুজিবনগরে দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টে ১ম রাউন্ডের ১৪ তম খেলায় দারিয়াপুর টাইগার একাদশ জয়ী হয়েছে।আজ সোমবার বিকেল ৪টায় দারিয়াপুর ফুটবল খেলার মাঠে দারিয়াপুর গ্রাম বাসীর আয়োজনে টুর্নামেন্টে ২০২২এর কমিটির সভাপতি কামরুল হাসান চাঁদু দারিয়াপুর ফুটবল খেলার মাঠে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। খেলায় দারিয়াপুর টাইগার একাদশ ২-১ গোলে শোলমারী একাদশ কে পরাজিত করে দারিয়াপুর টাইগার একাদশ জয় লাভ করে ।উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন কমিটির সাধারন সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্নসম্পাদক মঈনুল ইসলামসহ কমিটির সদস্য বৃন্দ প্রমুখ। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলাটি বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন। খেলাটি পরিচালনা করনে মেহেদী হাসান নয়ন। তাকে সহযোগিতা করেন জাকির ও শাবান মাহমুদ । আগামীকাল সোমবার ১৯ শে সেপ্টেম্বর একই মাঠে মুখোমুখি হবেন দারিয়াপুর টাইগার একাদশ ও শোলমারী একাদশ । আগামীকাল মঙ্গলবার ২০ সেপ্টেম্বর একই মাঠে মুখোমুখি হবেন হাড়িয়াদাহ একাদশ ও অপরদিকে অংশগ্রহণ করবেন গরিবপুর একাদশ
দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টের ১৪ তম খেলায় দারিয়াপুর একাদশ জয়ী
271