নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ কল্পে মেহেরপুরে মতবিনিময় সভা
এম চোখ ডটকম, গাংনী :
সয়াবিন তেল সরবরাহ সংকটের মধ্য দিয়ে আবারো দাম বৃদ্ধির অপচেষ্টা চলছে। এছাড়াও চাউল এবং মুরগির মাংসের দর বৃদ্ধি পেয়েছে। বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের মাধ্যমে এসব দর নিয়ন্ত্রণে জেলা প্রশাসন মাঠে নেমেছে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ক্যাব মেহেরপুর জেলা শাখা আয়োজিত এই মতবিনিময় সভায় মেহেরপুর জেলার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের সার্বিক অবস্থা তুলে ধরা হয়। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম, ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, চেম্বার সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুলসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিবরণ কর্মকর্তা, ব্যবসায়িক সংগঠন ও ক্যাবের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।