46
পিরোজপুরের আ.লীগ নেতা কালু মেম্বর গ্রেফতার
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কালু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পিরোজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের একটি দল।
কালু মিয়া পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গেল ২৮ আগস্ট মেহেরপুর সদর থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এক প্রতিবন্ধী ধর্ষণ মামলায় কিছুদিন আগে জামিনে মুক্তি পান কালু মেম্বর।