‘প্রস্ফুটন’ যারা অনুজদের পথ দেখায়
এম চোখ ডট কম, গাংনী:
মফস্বল থেকে ঢাকাসহ বিভিন্ন শহরে কর্মজীবন কিংবা শিক্ষা জীবনে আলো ছড়াচ্ছেন গাংনী উপজেলার অনেকে। তবে অনেক প্রতিকুলতা জয়করা এসব আলোকিত মানুষগুলো ভুলে যায়নি এলাকার মানুষের কথা। শত ব্যস্ততার মাঝেও তাঁরা এলাকার অনুজ ছাত্রছাত্রীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বলছিলাম গাংনী উপজেলার শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রস্ফুটন’ শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ এর কথা। গেল ১৮ জুন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নবীন প্রবীণ আলোকিত মানুষের উপস্থিতি তাদের লক্ষ্য উদ্দেশ্যেকে করেছে আরও উজ্জ্বল।
বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা ও ঐক্যে আনি আঞ্চলিক মুক্তি’ স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। অনুজদের এগিয়ে যেতে নানা প্রকার দিক নির্দেশনা, প্রয়োজনীয় পরামর্শসহ এগিয়ে যেতে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে সংগঠনের অগ্রজ স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের কলরবে মুখরিত হয়ে ওঠে বামুন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ চত্ত্বর। গাংনী উপজেলাধীন তেঁতুলবাড়িয়া, কাজিপুর, বামুন্দী ও মটমুড়া ইউনিয়নের যেসব শিক্ষার্থী সদ্য বিগত এসএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে, এবং যারা ২০২৩-২৪ সেশনে দেশের সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, তাদেরকে সংবর্ধিত করা হয়। একইসাথে প্রাক্তন শিক্ষার্থী ও গুণীজনদের পুনর্মিলনী অনুষ্ঠানকে করে তেলো আরও বেশি অনুপ্রেরণাময়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা: আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর। বিশেষ অতিথি সাবেক সচিব আলকামা সিদ্দিকী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-পটিয়া) আরিফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আহসান হাবিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব আনিসুল ইসলাম। এছাড়াও এলাকার বরেণ্য ও শ্রদ্ধাভাজন ব্যক্তিদের সমাগম ঘটে অনুষ্ঠানস্থলে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠান তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মুল্যবান পরামর্শ ও মতামত দেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কুইজ, স্পট কুইজ এর মতো ইভেন্টসের আয়োজন তো ছিলই।
প্রষ্ফুটন উল্লেখিত অঞ্চলের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষানবিশ ব্যাক্তিদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজকল্যাণমূলক সংগঠন। এটি অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান যারা শিক্ষা ও ঐক্যের মাধ্যমে আঞ্চলিক মুক্তি আনার লক্ষ্যে ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে। চলতি মৌসূমে চলমান তাপ প্রবাহ থেকে বাঁচতে প্রস্ফুটন এই বছর গাংনী উপজেলাতে ৫ হাজার বৃক্ষরোপণ করার কর্মসুচী হাতে নিয়েছে।