এম চোখ ডটকম, মুজিবনগর :
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মুজিবনগর শাখার বিশেষ সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় মুজিবনগর কমপ্লেক্স সূর্যদয় রেষ্ট হাউজে ফাদার বাবুল বৈরাগী‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অফিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিস্টার মালতি মালো, ফাদার ভিনসেন্ট মন্ডল, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সিবাস্তিন মল্লিক ঝড়ু। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাইকেল বিশ্বাস, প্রশান্ত মন্ডল, সমর সরকার, ডিনারী সম্পাদক রিন্টু সরকার, চার্চ সম্পাদক সুখি মল্লিক, যুব সভাপতি সবুজ ও প্রধান শিক্ষক রিঠু বিশ্বাস, আদম মন্ডল ও ঝুনু খা প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সদ্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মিঃ বাবুল মল্লিক সভাপতি, সিবাস্তিন মল্লিক ঝড়ু সহসভাপতি, মারিও শুশিত মন্ডল গনা সাধােন সম্পাদক, আদম মন্ডল যুগ্নসম্পাদক, টুইস মন্ডল সাংগাঠনিক সম্পাদক, বিকাশ বিশ্বাস প্রচার সম্পাদক, পিটার খাঁ দপ্তর সম্পাদক, সদস্য তৃপ্তি মন্ডল, মেরী সুখী মল্লিক, রিন্টু সরকার, গাব্রেয়েল মন্ডল নির্বাচিত হন। এছাড়া মাইকেল বিশ্বাস, প্রশান্ত মন্ডলসহ সকল প্যারিসের পুরোহিত গন, উপদেষ্টা মন্ডলী সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মুজিবনগর শাখার সাধারণ সভা কমিটি গঠন
229
previous post