এম চোখ ডট কম, মুজিবনগর: বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মুজিবনগর শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় মুজিবনগর কমপ্লেক্স সূর্যদয় রেষ্ট হাউজে ফাদার বাবুল বৈরাগী‘র সভাপতিত্বে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মুজিবনগর শাখার কমিটি গঠন করা হয়। কমিটিতে মিঃ বাবুল মল্লিক সভাপতি ও মারিও শুশিত মন্ডল গনাকে সাধারণ সম্পাদক নিবাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এলাকার খ্রীষ্টান যুবসমাজের প্রতিবাদে ফাদার বাবুল বৈরাগী আজ ১১ডিসেম্বর শোকার্তা জননীর ধর্মপল্লী প্যাডে ফাদার বাবুল বৈরাগী‘র স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ক্রিস্টান এসোসিয়েশনের সভাপতি মিস্টার নির্মল রোজারিও এর সম্মতিক্রমে ৯ /১২ /২০২২ এ তারিখে খ্রিস্টান এসোসিয়েশনের মুজিবনগর উপজেলা কমিটির ঘোষণা করা হয়েছিল সেই কমিটি স্থগিত করা হলো এবং আগামী জানুয়ারি মাসে নির্মল রোজারিওয়ের উপস্থিতিতে নতুন কমিটির নির্বাচন করা হবে হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মুজিবনগর শাখার কমিটি স্থগিত
285
previous post