বাগোয়ান ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিল
এম চোখ ডট কম, মুজিবনগর:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন পরিষদ। দিবসটি পালনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োচিত এ অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন চেয়ারম্যান আইয়ুব হোসেন । এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সোহরাব হোসেন , সাবেক মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের নেতা কুতুব উদ্দিন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন , নজরুল ইসলাম পচু , প্রশান্ত মাষ্টার , হিসাব সহকারী কাম কম্পিউটার হাসানুজ্জামান উজ্জ্বল, গ্রাম পুলিশগণসহ আনন্দবাস মারকাযূল উলুম মাদরাসা শিক্ষক ও ছাত্রগণ উপস্থিত ছিলেন । দোয়া অনুষ্ঠান শেষে মাদ্রাসা ছাত্রদের হাতে খাবার তুলে দেন চেয়ারম্যান আইয়ুব হোসেন।