এম চোখ ডটকম, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলা নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সংবর্ধনার আয়োজন করে বারাদি বাজার কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী সর্দ্দার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাদি খামার বিএডিসির উপ পরিচালক কৃষিবিদ মোঃ কে এম মনিরুজ্জামান, উপ পরিচালক টি.সি কৃষিবিদ মোঃ মিনহাজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মাহাবুব উল আলম শান্তি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম ফেরদৌস, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
বারাদি বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি
নাজিম উদ্দিন পন্ডিত, বারাদী বাজার কমিটির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারন সম্পাদক আঃ কুদ্দুস, সাবেক ব্যাংক কর্মকর্তা আতিয়ার রহমান,
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব অলি মোহাম্মদ,কাজী গোলাম মর্ত্তজা, মোশারফ হোসেন, এস এস বিদ্যানিকতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সেলিম মোল্লাসহ বাজার কমিটির সকল সমস্যারা।
এসময় বারাদি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য ১,২,৩ নং ওয়ার্ডের মোছাঃশাহীদা খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ডের মোছাঃ বুলবুলি থাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ডের মোছঃ ফারহানা থাতুন সাথী।
সাধারণ সদস্য ১ নং ওয়ার্ডের সদস্য খাকছার আলী, ২ নং ওয়ার্ডের শফি আহামেদ ৩ নং ওয়ার্ডের রবিউজ্জামান বাবু, ৪ নং ওয়ার্ডের
মোঃ রিপন আলি (কালু), ৫ নং ওয়ার্ডের কামরুজ্জামান মুকুল, ৬ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম বাবু বিশ্বাস, ৭ নং ওয়ার্ডের আনারুল ইসলাম , ৮ নং ওয়ার্ডের জাকির হোসেন লিটন,
৯ নং ওয়ার্ডের আঃ সুলতান মল্লিকসহ সকল সদস্যদের ফুলের মালা ও ক্রেস্ট প্রদান করা হয়।