এম চোখ ডটকম, বারাদী ঃ মেহেরপুরে সদরে বারাদী আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস র্যালী পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান করেন, এসময় উপস্থিত ছিলেন বারাদী ইউনিট আওয়ামী সভাপতি শামিম ফেরদৌস, বারাদী ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, বারাদী ক্যাম্প ইনচার্জ এস আই মোফিজুল ইসলাম , এদিকে যথাযোগ্য মর্যাদায় বারাদী বিএডিসি এই দিবস টি পালন করেন । অপরদিকে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন , প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা সহকারী প্রাধান শিক্ষক তারিক মোসা, মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষিকা নাজনীন নাহার সুমনা ও বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা শান্তি, প্রধান শিক্ষকা দিলারা পারভীন (ভারপ্রাপ্ত) , ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা মহোদয় উপস্থিত ছিলেন ।
বারাদী আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন
189
previous post