বারাদী ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ
এম চোখ ডটকম, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বারাদী ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার শাহিনা খাতুন। আজ বুধবার মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশপ্রাপ্ত হয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত হয়ে প্রথম দিন ইউপি কার্যালয়ে হাজির হয়ে তিনি অফিস করেন। প্রথম দিনই তিনি পরিষদের সকলের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো এবং স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে ইউনিয়ন বাসীর সেবা করবো। উল্লেখ্য, গত ৫ই আগষ্ট সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর থেকে বারাদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন আত্নগোপনে থাকায় তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে গত ১৯ আগষ্ট উপজেলা রিসোর্স সেন্টার, মেহেরপুর এর ইন্সট্রাক্টর আব্দুল মতিন কে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।