মেহেরপুর বারাদী বি এ ডিসি খামারে ভারী বর্ষণে আউস ফসলের ক্ষতি।
এম চোখ ডটকম, বারাদী: মেহেরপুরের বারাদী অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের ফলে মেহেরপুর বীজ উৎপাদন খামার বিএডিসি বারাদী খামারে মাঠে দণ্ডায়মান ফসলের ক্ষতি সাধিত হয়েছে। ২০২৩-২৪ উৎপাদন বর্ষে বারাদী খামারে ১১৫ একর আউশ ও ১৯০ একর আমন ধান বীজ উৎপাদন কর্মসূচি চলমান রয়েছে। গত শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে দন্ডায়মান আধাপাকা ও পরিপক্ক আউশ ধানের গাছ মাটিতে শুয়ে পড়ে গেছে। অপরদিকে সদ্য রোপিত আমন ধানের অপেক্ষাকৃত নিচু জমি গুলোতে বৃষ্টির পানি জমে গেছে। জলাবদ্ধ থাকার কারণে ধান গাছ গুলোতে পচন শুরু হয়েছে। খামারের উপ-পরিচালক কে এম মনিরুজ্জামান বলেন, দমকা হাওয়ায় শুয়ে পড়া গাছের ধানগুলো চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আশানুরূপ ফলন না পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে, স্যালো ইঞ্জিনের সাহায্যে জলাবদ্ধ জমির পানি অপসারণের ব্যবস্থা করা হয়েছে।