এম চোখ ডটকম, গাংনী : বিএনপি জামাতের নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতারা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। আজ শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলা পরিষদের গেট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবিব,গাংনী সরকারী কলেজ ছাত্রর্লীগের সাবেক সভাপতি মাহমুদ হাসিব,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাভাপতি রাকিবুল ইসলাম টুটুল,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশিকুজ্জামান পিন্টু, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জীবন আকবার,গাংনী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোকনুজ্জাম রোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপি জামাতের নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে সাবেক ছাত্রলীগ নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রা
174
previous post