গাংনীতে পূজা মন্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ।। বিএনপি সর্বশক্তি দিয়ে হলেও শারদীয় দূর্গা উৎসবের মান রক্ষা করবে
গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেছেন, বিএনপি সর্বশক্তি দিয়ে হলেও শারদীয় দূর্গা উৎসবের মান রক্ষা করবে। হিন্দু ভাই বোনদের সাথে সব সময় আমরা ছিলাম এবং থাকব। তারা যাতে নির্বিঘ্নে তাদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব উদযাপন করতে পারে সেলক্ষ্যে সব ব্যবস্থা নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে গাংনী কেন্দ্রীয় মন্দির পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি উরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি হিন্দু ধর্মের মানুষের সাথে শারদীয় দূর্গা পূজার শূভেচ্ছা বিনিময় করেন।
বক্তব্যে আমজাদ হোসেন বলেন, এদেশে বহু বছর ধরেই হিন্দু মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষের স্ববস্থান চলে আসছে। আমাদের আগের কয়েক প্রজন্মের নামগুলো দেখলে অনেক কিছু বোঝা যায়। অনেকের নাম হিন্দুদের নামের সাথে সংমিশ্রণ হয়ে এসেছে। এর থেকে বোঝা যায় এদেশে আমরা মিলেমিশেই বসবাস করছি। সেই ইতিহাস ও সংস্কৃতি মেনে আজ আমরা এতদূর পর্যন্ত এসেছি। বাংলাদেশ- বাংলাদেশীদের ইতিহাস মানতে গেলে হিন্দু-মুসলমানদের মধ্যে কোন বৈরিতা কোন সময় ছিল না। অনেক রাজনীতিক এটাকে বিভক্ত করার অপচেষ্টা করেছেন। তাই আমরা বলতে চায়- আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এই সম্প্রতি ধরে রাখা হবে।
কারও কথায় বিভ্রান্তিতে না হতে সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমরা সকলে মিলে বন্ধুর মত মেলামেশা করে চলতে পারি; এই শারদীয় দূর্গা উৎসবে যেন কোন প্রকার বিঘœ না ঘটে সেলক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যেন সকলে মিলেমিশে একসাথে সম্প্রতির সাথে বসবাস করতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই আমাদের প্রার্থনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহহেল মারুফ পলাশ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়ামিন আলী বাবলু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুু, উপজেলা বিএনপির দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদল নেতা সুজন করিব, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আসমা খাতুন, রাইপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাসির উদ্দীন, রাইপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কুমার পাত্র, গাংনী কেন্দ্রীয় মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি তপন ও সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র বিশ্বাসসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে গাংনী কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন শেষে আমজাদ হোসেন গভীর রাত পর্যন্ত গাংনী দাসপাড়া ও চৌগাছা পুজা মন্ডপ, গাড়াডোব, সাহারবাটি, হিজল বাড়িয়া ও ভোমরদহসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে তিনি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের গাংনী কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত হন অতিরিক্ত জেলা প্রশাসক নুর আলম রনি, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আল মাসুমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এসময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে পূজার নিরাপত্তার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
প্রসঙ্গত, এবার মেহেরপুর জেলায় ৩৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্টিত হচ্ছে। এর মধ্যে গাংনী উপজেলায় হচ্ছে ১৭টি।