এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগরে পুলিশের অভিযানে প্রতারণামূলক ভাবে অধিক বেতনের আশ্বাস দিয়ে বিদেশে কর্মী প্রেরণে অর্থ গ্রহণের অভিযোগে মা ও ছেলে দুই আদম ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মুজিবনগর থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন আদম ব্যবসায়ী লাল ফাতুন খাতুন (৫৫) ও তার সন্তান সাগর আলী (৩০)। মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান মেহেরপুর সহ মুজিবনগরে আদম ব্যাবসায়ী ও দালাল সিন্ডিকেটের ফাদে সর্ব শান্ত হচ্ছেন বিদেশগামীরা এ সকল বিদেশগামীদের নানাভাবে অর্থের লোভ দেখিয়ে অধিক বেতনের আশ্বাসে প্রতারণার মাধ্যমে লক্ষ্য লক্ষ্য টাকা হাতে নিচ্ছে একটি চক্র। এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেরপুর পুলিশ সুপারের নির্দেশে মুজিবনগর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন । এসময় মুজিবনগর উপজেলা দারিয়াপুর গ্রামের আব্দুর রশিদের বাড়িতে অভিযান পরিচালনা করে আব্দুর রশিদের স্ত্রী লাল ফাতুন (৫৫ )ও তার সন্তান সাগর আলী (৩০) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিদেশে পাঠানোর নামে প্রতারণা আটক-২
1K