বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৩ উপলক্ষে মুজিবনগর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।
এম চোখ ডটকম, মুজিবনগর: সরকার দেশের সকল শিশুকে শতভাগ টিকাদান কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছে । এজন্য সংশ্লিষ্ট দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে । বিশ্ব টিকাদান সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, শিশুদের চিকা কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব অভিভাবকদের ,সে ক্ষেত্রে অভিভাবক ও সংশ্লিষ্টদের বেশি সচেতনতা হওয়া প্রয়োজ। এ পর্যন্ত দেশের ৮৪ শতাংশ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে । করোনাকালীন এই কর্মসূচি কিছুটা বাজে গোস্ত হয়েছিল । সঠিক সময়ে টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের রোগ মুক্ত রাখা যায় । সকলের সার্বিক প্রচেষ্টায় শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু হার হ্রাস পেয়েছে, টিকাদানের হার বৃদ্ধি পেয়েছে এবং ভিটামিন’ এ’ প্লাস ক্যাপসুল গ্রহণের ও হার বেড়েছে বলে জানান বিশ্ব টিকাদান সপ্তাহ 2023 উপলক্ষে মুজিবনগর অ্যাডভোকেটসি সভায় অতিথিরা এসব কথা বলেন । বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৩ উপলক্ষে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অ্যাডভোকেটসি সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস , বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডঃ ইমরান, আবাসিক মেডিকেল অফিসার ডঃ তৌফিক আহমেদ, এম টি ই পি আই আব্দুল মজিদ, ইন্সপেক্টর আব্দুল হাই সহ টিকাদান কর্মসূচির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য , সারাদেশে টিকাদান কর্মসূচির আওতায় ছয়টি সংক্রমণ রোগের পাশাপাশি হেপাটাইটিস বি , অটো ডিজেবল (এডি), হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জ-বি ভ্যাকসিন , হাম ও রুবেলা, নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া , ইনএ্যাকটিভিটেড পলিও ভ্যাকসিন, আই পি ভি এবং টিটি থেকে টিডি ভ্যাকসিনের সুইচ পরিচালনা করে আসছে ।