এম চোখ ডটকম: পৃথিবীব্যাপী পাখি ও প্রকৃতি সচেতন সংগঠনগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে কুষ্টিয়ার পাখি পর্যবেক্ষণ ও পাখি সংরক্ষণ বিষয়ক ক্লাব “কিচির-মিচির” এই দিনে কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নে একটি সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএ) এর সহায়তায় ও ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে পার্টনারশিপ (ইএএএফপি) এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব আবু তাহের। কিচির-মিচিরের উপদেষ্টা জনাব সদানন্দ মণ্ডল, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোফরাদ হোসেন অলিন্দ, সাধারণ সম্পাদক ফারিহা ইকবাল, দপ্তর সম্পাদক সাদিয়া নূরীন নুশরা, ফারদিন আহমেদ নায়েল, অনিক পাল অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন। কিচির-মিচিরের কেন্দ্রীয় সদস্য ও মেহেরপুর বার্ড ক্লাবের সভাপতি জনাব এমএ মুহিত অনুষ্ঠানটি পরিচালনা করেন। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর প্রতিনিধিত্ব করেন জনাব এসআই সোহেল। হরিপুর ইউনিয়নের সাধারণ মানুষদের উপস্থিতিতে প্রোগ্রামটি সংঘটিত হয়। বক্তারা পরিযায়ী পাখির গুরুত্ব, কেন পাখি শিকার রোধ করা উচিত ও পাখি শিকারের ঘটনায় সকলের করণীয়, কুষ্টিয়া অঞ্চলের পাখিবৈচিত্র্য জনসাধারণের সামনে তুলে ধরেণ। অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সকলকে পাখি রক্ষায় আহবান জানান এবং শিকারের যেকোনো ঘটনায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
259