বৃষ্টি ছাড়িয়ে উপচেপড়া কৃতী শিক্ষার্থীরা
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরে সকাল থেকে মুষুলধারে বৃষ্টি হচ্ছিলো। জেলা শিল্পকলা একাডেমির চারপাশ বৃষ্টির পানিতে থই থই। এর পরেও কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে পড়ে শিল্পকলার মিলনায়তন। আনন্দ–উচ্ছ্বাসে মেতেছিল মেহেরপুরের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল নয়টায় শিক্ষার্থীদের প্রবেশের কথা থাকলেও সাড়ে আটটার আগেই তারা আসতে শুরু করে। উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া ৩৬০জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা এলাকা থেকে এসেছিল উম্মে সাবিয়া। তিনি বলেন, প্রথম আলোর এই অনুষ্ঠানটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির। এখানে এসে অনেক অনেক ভালো লাগছে।
সকাল নয়টায় আয়োজনের শুরুতে নির্দিষ্ট বুথের সামনে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাক্স সংগ্রহ করে শিক্ষার্থীরা। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের মূল পর্ব। মেহেরপুর বন্ধুসভার সভাপতি মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাঈদ। অনুষ্ঠানে জেলার ১০ গুণী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
যারা সম্মাননা পেলেন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আতিয়ার রহমান, মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. সঞ্জয় বল, গাংনী উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যাক্ষ হাবিবুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যাক্ষ আব্দুর রাজ্জাক, মুজিবনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাক্ষ আব্দুল জলিল, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজা, গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, সদর উপজেলার পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইদুজ্জামান, মুজিবনগরের দারিয়াপুর মাধ্যামিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনারুল ইসলাম।
এর পর শুরু হয় বন্ধুসভার উপদেষ্টা সাব্বির হোসেন সোহাগের নের্তৃত্তে সববেত নৃত্য অনুষ্ঠিত হয়।
এসময় ১০ জন কৃতী শিক্ষার্থীকে কুইজ প্রশ্নের সঠিক উত্তরের পর কিশোর আলো ম্যগাজিন তুলে দেওয়া হয়। অনুষ্টানের শেষে বন্ধুসভার সদস্য রোহান ও অর্পণ ব্যন্ড গান শোনান।
এর আগে প্রথম আলো নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান বলেন, শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে কৃতীত্ত দেখালে হবে না। সমাজে সব স্থানে নিজের অনন্য হিসাবে গড়ে তুলতে হবে। মানবিক, সামাজিক, ন্যায়পরায়ণ হতে হবে। নৈতিক মানুষ হতে হবে।
অনুষ্ঠানে রবিন্দ্রনাথ সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্য জয়ীতা, কোমল।
সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে ছিল ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাক্স, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র-প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়। অনুষ্ঠানের মূল মিলনায়তনের বাইরে অভিভাবকেরা বসে ছিলেন। তাঁরাও বিনা মূল্যে বুধবারের প্রথম আলো পত্রিকা পড়েন।