বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মেহেরপুরে দোয়া অনুষ্ঠান
এম চোখ ডট কম, মেহেরপুর :
বিএনপি প্রধান এবং সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মেহেরপুরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেহেরপুর জেলা শাখা। শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজন। সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর বিএনপি নেতা আব্দুল বারী ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মারুফ আহমেদ বিজন বলেন, সকল অপশক্তিকে দূর করে বাংলাদেশ বৈষম্যবাদী ছাত্রসমাজ দেশের আপামর জনতা একটা সুখি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চলেছে। কোন অপশক্তি যেন আর বাধা হয়ে থাকতে না পারে সেলক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।