বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভবরপাড়া ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
এম চোখ ডটকম, মুজিবনগর :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। মুজিবনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম। ভবরপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ছমির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, মেহেরপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান এবং মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন।
মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন যুব নেতা মেহেদী হাসান ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে তার দ্রুত সুস্থ প্রত্যাবর্তন কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুজিবনগর কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা মতিয়ার রহমান