ভোটকেন্দ্রে অবৈধ অবস্থানের দায়ে মহিলা মেম্বার আটক
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের কলাইডাঙ্গা ভোটকেন্দ্রের ভোটকক্ষে অবৈধ অবস্থানের দায়ে সুফিয়া খাতুন নামের একজনকে আটক করা হয়েছে। ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে তাকে আটক করেন।
আটক সুফিয়া খাতুন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং বারাদি ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিনুল ইসলামের ঘনিষ্ঠজন।
জানা গেছে, ওই ভোট কেন্দ্রের ভোট কক্ষে প্রবেশ করে নৌকায় প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ প্রয়োগ করেছিলেন সুফিয়া খাতুন। এসময় কেন্দ্রে কর্মরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে পুলিশ হেফাজতে দেয়।
প্রসঙ্গত, মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমঝুপি, বারাদী, পিরোজপুর এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ হচ্ছে ইভিএম পদ্ধতিতে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোরতায় সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোট প্রদান করছেন এলাকার ভোটাররা।