মরা গরুর মাংস বিক্রির চেষ্টা ।। কসাই ও ব্যাপারির জরিমানা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী পৌরসভার জবেহখানায়, অসুস্থ মরা গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক কসাই ও গরু ব্যাপারীকে অর্থদÐ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনগত মধ্য রাতে (রাত সাড়ে ১২ টা) গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করে মরা গরুটি মাটির নিচে পুতে ফেলার আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গাংনী বাজারের জাহাঙ্গীর কসাই বালিয়াঘাট গ্রামের গরু ব্যাপারী মহিবুল ইসলামের মাধ্যমে একটি অসুস্থ গাভী কিনে নিয়ে আসেন। আজ সকালে জবেহ করে মাংস বিক্রির জন্য পৌর জবেহখানায় রাখা হয়। এর মধ্যেই গাভীটির মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থলে মৃত গাভীটি পরীক্ষা করেন। অসুস্থ গরু জবেহ করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে কসাই জাহাঙ্গীর ও গরু ব্যাপারী মহিবুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদেরকে ১ মাস করে করাদণ্ডের আদেন দেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মৃত গাভিটি মাটির নিচে পুতে দেওয়ার আদে দেওয়া হয়। রাতেই জরিমানার অর্থ পরিশোধ করেন কসাই জাহাঙ্গীর ও গরু ব্যাপারি মহিবুল ইসলাম।
ভ্রম্যামাণ আদালতে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, প্রচার সম্পাদক বাবু মিয়াসহ স্থানীয় ভোক্তা এবং গাংনী থানার এসআই জহুরুল ইসলাম।
এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বলেন, অসুস্থ পশুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে তাদেরকে দÐ দিয়ে সতর্ক করা হয়েছে। পুনরায় এমন অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মরা গরুর বিষয়ে গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোতালেব আলী বলেন, অসুস্থ পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কোন অবস্থায় জবাই করে মাংস বিক্রি করা যাবে না। পশু জবা্ ও মাংসের মান নিয়্ন্ত্রণ আইন ২০১১ এবং বিধিমালা ২০২১ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।