মুজিবনগরে আগাছানাশক বিষ দিয়ে ২৮ শতক মাসকলাই বিনষ্ট॥ থানায় অভিযোগ।
এম চোখ ডটকম মুজিবনগর :মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের নিমতলার মাঠে শত্রুতা করে ২৮ শতক জমির মাশকলাই ঘাস মারা বিষ ছিটিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন চাষী সিরাজুল ইসলাম ।
তিনি বলেন গত ২৯ তারিখে আনুমানিক সকাল ৮ /৯ টার দিকে প্রতিপক্ষরা ঘাসমারা বিষ প্রয়োগ করে আমার মাশকলাই ক্ষেত ধ্বংস করে দিয়েছে।
প্রতিপক্ষরা হলেন সোনাপুর গ্রামের ইস্রাফিল ও তার ছেলে মফিজুল ।
ভুক্তভোগী ক্ষেত মালিক সিরাজুল ইসলাম বলেন- সোনাপুর গ্রামের নীমতলা মাঠের ২৮ শতক জমিতে বাংলাদেশ স্বাধীনতার (১৯৭১সাল) এর আগে আমার পিতা এবং স্বাধীনতা পরে আমি ওই জমিতে চাষ আবাদ করে আসছি। প্রতিবেশি মৃত দাসুু শেখের ছেলে ইস্রাফিলের সাথে এই জমি নিয়ে বিরোধ চলে আসছিলো সেজন্যই সে আমার এই ক্ষতি করেছে । এ বিষয়ে মেহেরপুর আদালতে মামলা চলমান।
সিরাজুল ইসলাম আরও বলেন প্রতিদিনের ন্যায় আমি ২৯ তারিখে সকালে মাঠে যাই কলাই ক্ষেতে পৌঁছিয়ে নিজ চোখে দেখতে পাই প্রতিপক্ষ সোনাপুর গ্রামের ইস্রাফিল ও তার ছেলে মফিজুল বিষ দিচ্ছে কিন্ত ভয়ে আমি কিছু বলতে পারিনাই । বিষ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার মাসকলাই ক্ষেত নষ্ট হতে থাকে এবং আস্তে আস্তে পুড়ে নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে আমি সিরাজুল ইসলাম বাদী হয়ে ১ /১০/২০২৪ তারিখে মুজিবনগর থানায় একটি অভিযোগ দাখিল করেছি।
মুজিবনগর থানার এ এসআই ইলিয়াস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।