মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে দুধর্ষ চুরি
এম চোখ ডটকম মুজিবনগর :
মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ভল্টে থাকা ৬ লক্ষ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায়। গত রাতের (বুধবার দিবগত রাতে) কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংক দরিয়াপুর এজেন্ট শাখার ইনচার্জ আব্দুল গাফফার জানান, প্রতিদিনের ন্যায় দিনের কাজ শেষ ক্যাসে থাকা টাকা ভল্টে রেখে তালা মেরে তারা অফিস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার সকালে অফিস খুলে দেখে ভল্টের তালা ভাঙ্গা। চোরেরা জানালর গ্রিল কেটে ভেতের প্রবেশ করে। তারা ভল্টের তালা ভেঙ্গে মোট ৬ লক্ষ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায়। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেন এজেন্ট ব্যাংকের ইনচার্জ ।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।