228
এম চোখ ডটকম,মুজিবনগর:: মুজিবনগর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার দুপুর ১২টায় মুজিবনগর থানা চত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। ওসি (তদন্ত) আব্দুল আলিমের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এসএম মাহাবুব আলম ও মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ও মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ ওমর ফারুক প্রমূখ।