মুজিবনগরে ক্যাসিনো সম্রাট লিপুর বাগান বাড়িতে যৌথ বাহিনীর অভিযান ।। মাদকসহ ৪ জন আটক
এম চোখ ডট কম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগরের আলোচিত ক্যাসিনো সম্রাট শিবপুর গ্রামের লিপুর বাগান বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকাল ১০টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় ৩ বোতল ফেনসিডিল, গাঁজা সেবনের সরঞ্জামসহ ১০০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল ফোন।
আটককৃতরা হচ্ছে- শিবপুর গ্রামের রফিকুল ইসলাম রফা গাইনের ছেলে শাহরিয়ার আজম পরাগ (৩০) একই গ্রামের রায়হানের ছেলে মুস্তাফিজুর রহমান (৩৫) ও আইর উদ্দীনের ছেলে রিপন (২৭) এবং ভবানিপযুর গ্রামের উকিল শেখের ছেলে সন্তোষ (৩২)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের নামে অনলাইন জুয়া ক্যাসিনো খেলা এবং গাঁজা ও ফেনসিডিল সেবন করায় অভিযোগ রয়েছে।
আটজক পরাগ রফিকুল ইসলাম রফা গাইন মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ক্যাসিনো সম্রাট লিপু হচ্ছে তার ভাইয়ের জামাই। লিপুর সাথে ক্যাসিনো কার্যক্রমে রফা গাইনের ছেলে শাহরিয়ার আজম পরাগের জড়িত থাকার অভিযোগ রয়েছে বেশ আগে থেকেই। অপরদিকে মোস্তাফিজুর রহমান গাঁজা সেবনকারী।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিদের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।