মুজিবনগরে গম ক্ষেতে আগাছা নাশক প্রয়োগের অভিযোগ, লক্ষাধিক টাকার ক্ষতি
এম চোখ ডটকম, গাংনী : মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে আল আমিন হোসেন নামের এক কৃষকের তিন বিঘা জমির গম ক্ষেতে আগাছা নাশক প্রয়োগ করে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হয়েছেন গমচাষী।শত্রুতাবশত কেউ
ভুক্তভোগী কৃষক আল আমিন হোসেন জানান, তিন বিঘা জমিতে তিনি গম আবাদ করেছিলেন। ৪-৫ দিন আগে তার এক ভাই মৃত্যুবরণ করায় তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরিবারের লোকজন। গম ক্ষেতে আল আমিনের অনুপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন আগাছা নাশক স্প্রে করে। আজ সোমবার দুপুরে ক্ষেতে গিয়ে গম বিনষ্ট হওয়ার দৃশ্য দেখতে পান জমির মালিক।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে ওই ক্ষেত মালিকের অভিযোগ পেলে ফসল বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।