এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে গলায় ওড়না পেঁচিয়ে চামেলী খাতুন(২০) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার(১২ জানুয়ারি) তার নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। গৃহবধূ চামিলা খাতুন বাগোয়ান গ্রামের রাব্বিলের স্ত্রী ও মেহেরপুর পৌর গোরস্থান পাড়ার শাহ নেওয়াজের মেয়ে। বাগোয়ান ইউপির ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রকিব জানান, পারিবারিক কলহের জেরে ১ মাস আগে চামেলী খাতুন তার মায়ের বাড়িতে চলে যায়। পরে চামেলীর শ্বশুর বাড়ির লোকজন তাকে আবার নিয়ে আসেন। আজ দুপুরে চামেলী ও রাব্বিল এর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চামেলী তার নিজ ঘরে দরজা বন্ধ করে দেয়। পরে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চামেলী খাতুনের নয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, চামেলী খাতুনের বাবার বাড়ির লোকজনের অভিযোগের প্রেক্ষাপটে লাশ উদ্ধার করে।মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট দেখে নিশ্চিত করা যাবে ঘটনাটি আত্নহত্যা নাকি হত্যা।
মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
287
previous post