মুজিবনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে এসময় মুজিবনগর থানার ওসি তদন্ত আমিরুল ইসলাম , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর সুপ্রিয়া গুপ্ত , উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম , মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহাজান আলী , উপজেলার চার ইউনিয়নের সচিব, ইউনিয়ন পরিষদের সদস্যগণ ,কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।