এম চোখ ডটকম, মুজিবনগর : মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় সমাজ সেবা দিবস। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত জীবন যাপনের ব্যবস্থা করতে সরকারের পক্ষ থেকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, দিবসটি তারই বার্তা নিয়ে হাজির হয়ে থাকে। উন্নত ও সমৃদ্ধির অগ্রযাত্রায় , দেশগড়বো সমাজ সেবায় এই প্রতিপাদ্যে মুজিবনগর পালিত হলো জাতীয় সমাজ সেবা দিবস ২০২৩ । দিবসটি উপলক্ষে গতকাল সোমবার মুজিবনগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে সমাজ সেবার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার আসাদুজ্জামান ,যুব উন্নয়ন কর্মকর্তা নকিব উদ্দীন, সহ উপজেলার বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভ শেষে সদস্যদে মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সাহায্যের চেক উপজেলার মোট ২৫ জনকে দেয়া হয়।
221
previous post