মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে মোটরযান চেকিং অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের নেতৃত্বে মোটরযান চেকিং অভিযানটি পরিচালিত হয়।জানাগেছে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই সুলতান টি এসআই মোকারম এটিএসআই সুমন ও ট্রাফিক পুলিশ হালিমের নেতৃত্বে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কেদারগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে মোটরযান চেকিং অভিযানটি পরিচালিত হয়।পুলিশ জানায় সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং আইনের যথাযথ প্রয়োগের লক্ষে এঅভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক দেড়শো শতাধিক মোটরসাইকেল চেকিং করা হয়। এতে ড্রাইভিং লাইসেন্স হেলমেট গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ ও মোটরযান আইনের বিভিন্ন অপরাধে ৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং ২৪টি গাড়ী আটক করা হয়।
মুজিবনগরে জেলা ট্রাফিক পুলিশের মোটরসাইকেল চেকিং অভিযান
210
previous post