এম চোখ ডটকম, মুজিবনগর ::
মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামে জোর পূর্বক ফসলি জমির বেড়া কেটে জমি দখলের অভিযোগ উঠেছে ।
জমির মালিক আব্দুল মাজেদ জানান শুক্রবার সকালে দিকে আমার কলা বাগানের বেড়া কেটে জোর পূর্বক দখল করে নেয় রশিকপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে সিরাজ শেখ , মৃত তাহাজ উদ্দিন এর ছেলে আকামুল , দলিল শেখের ছেলে কারা বাবু , রশিদুল এরা সবাই মিলে হটাৎ আচমকা এসে আমার কলার বেড়া ও কলা বাগান কেটে আমার জমি দখলে নেয় , ঐ সময় আমি সহ আমার পরিবারের সকলে মিলে তাদের বাধা দিতে গেলে তারা ধারালো দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করার হুমকি দিলে আমরা জমি থেকে সরে আসি ।ওরা জমি দখলে নিলে আমি মুজিবনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি এবং মুজিবনগর থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে আব্দুল কুদ্দুস বলেন দলিল শেখের ছেলে বাবু শেখের ৪ হাজার পিচ ডিম পাড়া মুরগির ফার্ম আছে
সেই ফার্মটা তৈরি করার সময় ঐ জমি দিয়ে ফার্ম তৈরির সমস্ত মালামাল নিয়ে আসা হয় এবং ফার্মের মুরগিসহ মুরগির খাবার এবং ডিম সমস্ত কিছু ওই জমির উপর দিয়েই আনা নেয়া করে আসছিল বাবু শেখ। কোন কিছু না বলে হটাৎ করে বেড়া দিয়ে আটকিয়ে দেয় আব্দুল মাজেদ এতে করে ৩ হার পিচ ডিম বিক্রি থেকে আটকে পড়ে তাই মজিদের দেয়া বেড়া সরিয়ে আটকে পড়া ডিম বের করে দেয় । হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন একই গ্রামে বাস করি আমরা তাকে কেন হত্যার হুমকি দেব এসব কিছুই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এধরনের কোন কথা আমরা বলি নাই।
এই ঘটনার বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিকে আনে এবং জমির মালিক আবুল মজিদ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।