মুজিবনগরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা
এম চোখ ডটকম, মুজিবনগর :
তরুণরা এই বাংলাদেশকে কিভাবে দেখতে চাই এই ল্য বিভিন্ন বিদ্যালয়ের শিার্থীদের নিয়ে মুজিবনগরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রওনক জাহান উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাউসার আলী, মুক্তিযোদ্ধা আহসান হাবিব, আফজাল হোসেন, মুজিবনগর উপজেলার ছাত্র সমন্বয়ক শাউন শেখ, হিসাব সহকারী কামকম্পিউটার অপারেটর হাসানুজ্জামান খান প্রমুখ। সঞ্চালনা করেন কাউন্সিলর বাবুল মল্লিক। এ সময় শিার্থীদের পাঁচটি গ্রুপে বিভক্ত করে কেমন বাংলাদেশ চান এ বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিার্থী ও সাংবাদিক বৃন্দ।