এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর ভৈারব নদের পাড়ে ২-কিউসেফ এল এলপি স্কীম পরিদর্শন ও মোনাখালী দক্ষিন পাড়ার মাঠে ০.৫ কিউসেক সোলার ভাগ ওয়েল কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। আজ বৃহস্পিতিবার বিকেল সাড়ে ৪টায় এ সেচ প্রকল্পের কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। মুজিবনগর উপজেলার রশিকপুর, ভবানীপুর, মোনাখালী ও আশেপাশের মাঠের পানি স্বপ্লব্যায়ে চাষীদের চাহিদা পুরুনের লক্ষ্যে কাজটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড বিএডিসি মুজিবনগর। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন চেয়ারম্যান গ্রড-১ বিএডিসি ঢাকা এ এফ এম হায়াতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, ক্ষুদ্রসেচ প্রকল্পের প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাফর উল্লাহ, জেলা আওয়ামীলেীগের যুগ্ন সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন. মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপদি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মুজিবনগর সেচ উন্নয়নপ্রকল্পের পরিচালক মাহবুব আলম, ক্ষুদ্রসেচ প্রকল্পের পরিচালক জিয়াউল হক, ক্ষুদ্রসেচ প্রকল্পের প্রধান প্রকৌশলী লৎফর রহমান, যশোর সার্কেল (সওকা) তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালামসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে প্রতিমন্ত্রীর পক্ষে রশিকপুর ভৈারব নদের পাড়ে ২-কিউসেফ এল এলপি স্কীম ও মোনাখালী দক্ষিন পাড়ার মাঠে ০.৫ কিউসেক সোলার ভাগওয়েল কাজের শুভ ফলক উন্মোচন কাজের উদ্বোধন করা হয়। শেষে মোনাখালী উত্তর পাড়া ঈদগাহ মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগরে দুটি সেচ প্রকল্পের উদ্বোধন
258
previous post