113
মুজিবনগরে থানা পুলিশের অভিযানে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক
এম চোখ ডটকম,মুজিবনগর : মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । আটক মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার আনন্দবাস গ্রামের মৃত খোকা শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৪০) ও একই গ্রামের আসান খাঁর ছেলে কাদের খাঁ (৩৫) পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই বিপ্লব সঙ্গীয় ফোর্স নিয়ে আনন্দবাস ডুব পাড়ার খেলার মাঠের পুকুরে পাশে অভিযান পরিচালনা করেন দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে দুটি বস্তা থেকে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ । উদ্ধারকৃত ফেনসিডিল ও দুই মাদক ব্যবসায়ীকে মুজিবনগর থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল দত্ত বলেন আটক দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।