এম চোখ ডটকম,মুজিবনগর : মুজিবনগর উপজেলার একটি গৃহহীন পরিবারকে গৃহ (ঘর) হস্তান্তর এবং মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী শিশু ও বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেক্স গৃহহীন ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ৫শ ,১৯টি থানার অধীনস্থ ৫ শ ২০টি গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে এই ঘর হস্তান্তর করা হয়েছে । তারই অংশ হিসাবে গতকাল রবিবার মুজিবনগর থানার অধীনস্থ একটি গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল উপস্থিত থেকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর গ্ৰামের হাজেরা খাতুন কে দৃষ্টিনন্দন (গৃহ) ঘর বুঝে দেন। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম , এস আই উত্তম, এসে আই ইসরাফিল সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মুজিবনগরে পুলিশের দেওয়া ঘর পেয়ে খুশি হাজেরা খাতুন
217