216
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ কর্মবিরতি পালন করছেন।গত সোমবার মুজিবনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সামনে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ওই অফিসের সামনে কর্মকর্তা কর্মচারীরা ঐ কর্মবিরতি পালন করেছে । এই কর্মবিরতিতে উপস্থিত ছিলেন কার্য সহকারি আশরাফুল ইসলাম , উপসহকারী প্রকৌশলী নিত্যানন্দ বিশ্বাস ,ও অফিস সহায়ক হোসেন আলী । তারা জানান আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে । ১৫ সেপ্টেম্বরে আমাদের দাবি নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয়া হবে।