এম চোখ ডটকম, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মােনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন। আহতরা হলেন- রশিকপুর গ্রামের আশরাফুল ইসলাম আশরাফের ছেলে জাবেদ শেখ (৩৫) ও জাবেদের ছেলে বাপ্পি শেখ (১৬) ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে রশিকপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য পালুর বাড়ির সামনে হামলার ধঘটে ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় আহত বাপ্পির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। বাপ্পির শারীরিক অবস্থার ক্রমশ খারাপ হওয়ায় পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জাবেদ শেখ জানান, আমি ও আমার ছেলে মোটরসাইকেলযোগে রশিকপুর থেকে কেদারগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দিই। মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে, পূর্ব শক্রতার জের ধরে মেম্বার পালুসহ তার লােকজন মোহিত, হিজা ,জানু , ফুল বাস এরা সবাই মিলে আমাদের বাপ-বেটার উপর হামলা করেন।
বিষয়ে ইউপি সদস্য পালু শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, মারামারি বিষয়ে আমি কোন ভাবে জড়িত না। আমাকে মিথ্যা ভাবে জড়ানো হয়েছে। তাছাড়াও আমার বাড়ির সামনে এধরণের কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান,লিখিত অভিযোগ পেলে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।