এম চোখ ডটকম,মুজিবনগর:: প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে রক্ষা পেতে বাগোয়ান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আনন্দবাস মেস চারার মাঠের রাস্তায় তালের বীজ বপন করলেন চেয়ারম্যান আয়ূব হোসেন।আজ সোমবার সকাল ৮টায় বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের মেস চারার মাঠের রাস্তায় পাশে নিজ হাতে ঐ তাল বিজ বোপন করেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, এসময় উপস্থিত ছিলেন ও তাল বিজ বোপন করেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মধু বিশ্বাস , আফজাল হোসেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য, কাল কল ডিরেক্টর কুতুব উদ্দিন , ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন দানা , ৮ নং ইউপি সদস্য রিপন আলী, ৭ নং ইউপি সদস্য ওমর ফারুক , ৬নং ইউপি সদস্য বাবুল মল্লিকএবং ৭-৮-৯ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগম সহ আনন্দবাস গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন । ১ কিলোমিটার রাস্তায় ২ হাজার তাল বিজ বোপন করা হয়।
মুজিবনগরে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে রক্ষায় তাল বীজ বপন
153
previous post