এম চোখ ডটকম, মুজিবনগর: ইংরেজি বছরের প্রথম দিনে দেশজুড়ে ‘ পাঠ্যপুস্তক উৎসব দিবস’উদযাপন করছে সরকার তারই ধারাবাহিকতায় আজ রোববার সকাল ১০টায় প্রাথমিক পর্যায়ে মুজিবনগর উপজেলার রামনগর দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান , এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার অনিমেষ বিশ্বাস ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রঞ্জন রায় , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন , মুজিবনগর আদর্শ মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন বাবলু, প্রধান শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ । প্রাথমিক পর্যায়ে মুজিবনগর উপজেলায় মোট ৯ হাজার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। । পরে গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান , উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রঞ্জন রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ । মাধ্যমিক পর্যায়ে মুজিবনগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে ৭২৪২ জন ও মাদ্রাসা ১৪৪২ জন শিক্ষার্থীকে নতুন বই দেয়া হবে ।
মুজিবনগরে বই উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান
172
previous post