মুজিবনগরে মূখ্য সংগঠকের উপর হামলা || ছাত্রদলের দুই নেতা গ্রেফতার
এম চোখ ডট কম, ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা মূখ্য সংগঠক শাওন শেখের উপর হামলার ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) মুজিবনগর থানা তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ছাত্রদল নেতা মিঠুন (৩২) এবং রুবেল (২২) গ্রেফতার।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের হারু শেখের ছেলে শাওন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুরের একজন মূখ্য সংগঠক। ভিজিএফের চাউল বিতরণ নিয়ে কিছুদিন আগে মিঠুন তাকে হুমকি দেয়। এরপর ১৪ এপ্রিল রাতে মোটরসাইকেলযোগে কেদারগঞ্জ বাজারে সেনজিরের নির্দেশে ছাত্রদল নেতা মিঠুন, রুবেল ও রাহুল তাকে মোটরসাইকেল থেকে চুলের মুঠি ধরে নামিয়ে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করে। এতে আহত হন শাওন। এ ঘটনায় সেনজির, মিঠুন, রুবেল এবং রাহুলকে আসামি করে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন মিঠুন।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শাওন শেখের মামলাটি রেকর্ড করে আসামি গ্রেফতারে মাঠে নামে পুলিশ। গতকাল ছাত্রদল নেতা মিঠুন ও রুবেলকে গ্রেফতার করে শাওনের মামলায় মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।