মুজিবনগরে “মেহেরপুর ভাবনা” শীত উচ্ছ্বাস -২০২৪
এম চোখ ডটকম, মুজিবনগর :
“শীতের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক উৎবের উদ্যাম, তারুণ্যের ভাবনায় আগামীর সূচনা” এ শ্লোগানে “মেহেরপুর ভাবনা” উদ্যোগে মুজিবনগর উপজেলার ১শত শিশু ও ২শত অসহয় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা চত্তরে মেহেরপুর ভাবনা, প্রধান সমন্বয়কারী রাতুল আহমেদ এর সভাপতিত্বে ‘শীত উচ্ছ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল ইসলাম।এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডা. তারেক আহমেদ, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সাধারন সম্পাদক “মেহেরপুর ভাবনা” শাকিল আহমেদ, যুগ্নসম্পাদক শাওন শেখ, মুজিবনগর প্রেস কাবের সভাপতি আলহাজ ওমর ফারুক প্রমুখ।
মুজিবনগরে “মেহেরপুর ভাবনা” শীত উচ্ছ্বাস
27
previous post