276
এম চোখ ডটকম, মুজিবনগর: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুজিবনগরে শ্রদ্ধা নিবেদন , দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার , এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা , মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী । পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা মুজিবনগর উপজেলা শাখা , মুজিবনগর থানা পুলিশ , বাংলাদেশ আওয়ামী লীগ মুজিবনগর শাখা , , টুরিস্ট পুলিশ মেহেরপুর জোন, বাংলাদেশ আনসার ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স মুজিবনগর, ফায়ার সার্ভিস মুজিবনগর, মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পল্লী বিদ্যুৎ মুজিবনগর, প্রাথমিক শিক্ষক সমিতি, যুব মহিলা লীগ মুজিবনগর ,বাংলাদেশ ছাত্রলীগ, কৃষক লীগ, বাগোয়ান ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান আয়ূব হোসেন , মোনাখালী ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান মফিজুর রহমান মাফিজ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন শেনী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর কেদারগঞ্জ বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সমাজসেবা অফিসার আব্দুর রবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তার রকিব উদ্দিন , আলোচনা সভা শেষে যুব উন্নয়ন কর্তৃক ঋণের চেক বিতরণ ও চিত্রাংকনে বিজয়ী ছাত্র ছাত্রীদের পুরষ্কার দেয়া হয় ।