মুজিবনগরে যথা যোগ্য মর্যাদায় মেহেরপুর মুক্ত দিবস পালন
এম চোখ ডটকম,মুজিবনগর: আজ বুধবার ৬ ডিসেম্বর মেহেরপুর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর উঠেছিল বিজয়ের সূর্য , মেহেরপুর উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা , উৎসবমুখর পরিবেশে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সমগ্র এলাকা । মিত্র বাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিতভাবে ৫ ডিসেম্বর মেহেরপুর প্রবেশ করে। ১ ডিসেম্বর মেহেরপুর মুক্ত হলেও সীমান্তে পাক বাহিনীর পুঁতে রাখা অসংখ্য মাইন অপসারণ এর মধ্য দিয়ে মেহেরপুর হানাদার মুক্ত ঘোষণা করা হয় ৬ ডিসেম্বর । সেই দিন থেকেই ৬ ডিসেম্বর পালিত হয়ে আসছে মেহেরপুর মুক্ত দিবস । দিবসটি উপলক্ষে মুজিবনগর বীর মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্মল অর্পণ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পশুমল অর্পণ করেন , পুষ্পমাল্য অর্পণ শেষে একটি রেলি বের হয়ে স্বাধীন বাংলার প্রথম শপথ স্থান মুজিবনগর স্মৃতিসৌধ পর্যন্ত প্রদর্শন করেন এবং রেলি শেষে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন , বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সিতাব আলী, মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেসুর রহমান , সম্পাদক খাইরুজ্জামান , সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম ,আশা, মিলন , আশাদুল, আমজাদ সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।