মুজিবনগর প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বৃহত্তর খুলনা খৃষ্টান ধর্মপ্রদেশের একাংশের যুবক-যুবতীদের নীতি-নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দিনব্যাপী খৃষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আয়াজনে মুজিবনগর কমপ্লেক্স পর্যটন মর্টেলে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালাটি উদ্ভোধন করেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন। কর্মশালায় পালক-পুরোহিত ফাদার বাবুল বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সচিব খৃষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট নির্মল রোজারিও, কোর্স সমন্বয়ক মি. জন চন্দন মন্ডল, ফাদার নরেন যোসেফ বৈদ্য, প্রফেসর সন্দ্বীপ সরকার প্রমুখ। কর্মশালায় ২শত ৩০জন যুবক-যুবতী প্রশিক্ষন কর্মশালায় অংর্শ গ্রহন করেন।
কর্মশালায় দেশের সম্প্রীতিপূর্ণ সমাজ ব্যবস্থা গঠনে যুব সমাজের ভূমিকা ও পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় নীতি নৈতিকতা সম্পন্ন যুব সমাজের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়।
মুজিবনগরে যুবক-যুবতীদের নীতি-নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
233
previous post