মুজিবনগরে সরকারি ছুটি ঘোষণা
এম চোখ ডট কম, মুজিবনগর :
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মুজিবনগর আম্রকানন ঘিরে নানা কর্মসুচী গ্রহণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ আওয়ামী লীগ। এদিন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের তৎকালিন বৈদ্যনাথতলা আম্রকাননে (বর্তমানে মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রল যুদ্ধে রূপ নেয়। এ সরকারের শপথের মধ্য দিয়ে মুক্তিকামী বাঙালি নব উদ্যোমে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নামক রাষ্ট্রের চুড়ান্ত বিজয় অর্জিত হয় এ সরকারের নেতৃত্বে। তাই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে প্রথম সরকারের শপথের দিন তথা ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।