মুজিবনগর সরস্বতী খালে উভয় পাড়ে বৃক্ষরোপন উদ্বোধন
এম চোখ ডটকম,মুজিবনগর: সামাজিক বনায়নের আওতায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সরস্বতী খালের উভয় পাড়ে বৃক্ষরোপন কাজের উদ্বোধন করা হয়েছে।আজ বৃস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মুজিবনগর সরস্বতী খালের মুজিবনগর পিকনিক কর্নার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি বনজ ও একটি ঔষধি বৃক্ষের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। বিভাগীয় বন কর্মকর্তা জি.এম.মোহাম্মদ কবিরের সভাপতিত্বে সেখানে দুটি বৃক্ষের চারা রোপন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি দেশের প্রথম রাজধানী মুজিবনগরের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশে এ বছর মানিকনগর ব্রিজ হতে বাগোয়ান অভিমুখে ১০ সিভলিং কি.মি. ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হবে।